
বুমরা
রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়ের পর স্বাভাবিকভাবে যশপ্রীত বুমরাকেই ভারতের নতুন অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। কারণ, তিনি টেস্ট দলের সহ-অধিনায়ক এবং রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ভারতের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ইএসপিএনক্রিকইনফোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বুমরা নয়, টেস্টে ভারতের নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন শুবমান গিল।
কেন গিল?
মূল কারণ, বুমরা সব টেস্ট খেলতে পারবেন না—ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ইনজুরি থেকে তাকে বাঁচাতে দল তাঁকে বেছে বেছে খেলাতে চায়। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে পিঠের চোটের কারণে আইপিএলের শুরুতেও তিনি খেলতে পারেননি।
এর ফলে ভারতের টেস্ট দলের জন্য একটি দীর্ঘমেয়াদি অধিনায়কত্ব পরিকল্পনা দরকার, যেখানে একজন নিয়মিত ও তরুণ খেলোয়াড় দলের নেতৃত্ব দিতে পারেন। এই বিবেচনায়ই ২৫ বছর বয়সী শুবমান গিলের নাম উঠে আসছে সবার আগে।
নেতৃত্বে গিলের অভিজ্ঞতা
গিল এখনো ভারতের হয়ে টেস্ট বা ওয়ানডেতে অধিনায়কত্ব করেননি, তবে পাঁচটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে। প্রথম সারির খেলোয়াড়রা বিশ্রামে থাকায় সেই সফরে গিল পেয়েছিলেন নেতৃত্বের সুযোগ।
সাদা বলের দুই সংস্করণেই এখন তিনি সহ-অধিনায়ক। পাশাপাশি চলতি আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবেও সফল হয়েছেন। হার্দিক পান্ডিয়ার জায়গায় ২০২4 সালে দায়িত্ব নিয়ে দলকে আবার শীর্ষে তুলেছেন।
ক্রিকেটীয় পরিসংখ্যান
শুবমান গিল টেস্ট অভিষেক করেন ২০২০ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে তিনি করেন ৪৫ ও ৩৫* রান এবং ভারত জয় পায় অজিঙ্কা রাহানের নেতৃত্বে। এরপর থেকে গিল ভারতের নিয়মিত ওপেনার।
এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট খেলে ১৮৯৩ রান করেছেন, গড় ৩৫.০৫। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি।
অন্য বিকল্প কারা?
ভারতের টেস্ট দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় লোকেশ রাহুলের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে—তিনটি টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন। তবে নির্বাচকেরা চাইছেন, নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য একজন দীর্ঘমেয়াদি অধিনায়ক, আর এই পরিকল্পনায় গিল সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচিত।
উপসংহার
অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করবেন। সেই সিরিজ দিয়েই শুরু হবে ভারতের নতুন ডব্লিউটিসি চক্র। আর সেই নতুন শুরুর কাণ্ডারি হিসেবে তরুণ, পরিশ্রমী ও পরিণত শুবমান গিলকেই দেখা যেতে পারে ভারতের নতুন সাদা পোশাকের নেতা হিসেবে।