
গাছের যত্ন
ঘর বা অফিসের পরিবেশ প্রাণবন্ত রাখতে অনেকে গাছ লাগান, সময় করে তার যত্নও করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, ভালোবাসা দিয়ে লাগানো সেই গাছই কিছুদিন পর হয়ে পড়ে নিষ্প্রাণ। একই জায়গা থেকে আনা একই প্রজাতির গাছ কারও বাড়িতে ভালো থাকে, কারও গাছ আবার মরে যেতে থাকে। আসলে গাছের যত্নে কিছু সাধারণ ভুলই এর জন্য দায়ী। চলুন জেনে নিই—গাছের প্রাণহানি ঠেকাতে কী কী বিষয়ে খেয়াল রাখা জরুরি।
? রোদ না ছায়া—গাছের চাহিদা বুঝে রাখুন
সব গাছের আলো ও তাপের প্রয়োজন একরকম নয়। অনেক গাছ সরাসরি রোদ না পেলে নিষ্প্রাণ হয়ে পড়ে, আবার কোনো গাছ তীব্র রোদে পুড়ে যেতে পারে। তাই যেখানে গাছ রাখতে চাচ্ছেন, সেখানকার আলো-বাতাসের অবস্থা বিবেচনা করে গাছ নির্বাচন করুন। যদি বিশেষ কোনো গাছ পছন্দ হয়, তবে তার উপযোগী স্থান তৈরি করে তবেই সেটি রাখুন।
? টব বা পাত্র নির্বাচনেও সচেতনতা দরকার
টবে গাছ লাগাতে গেলে তার আকার ও গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জায়গা বাঁচাতে ছোট টবে অনেক গাছ গুঁজে ফেলেন, যা দেখতে সুন্দর হলেও দীর্ঘমেয়াদে গাছের জন্য ক্ষতিকর। গাছের শিকড়ও জায়গা চায়। কোন গাছ কতটা বড় হতে পারে, সেটি বুঝে পাত্র বাছুন। প্রয়োজনে বারান্দার জন্য লম্বাটে, গভীর পাত্র ব্যবহার করতে পারেন, যাতে একাধিক গাছ আরামসে বেড়ে উঠতে পারে।
? পানি দেওয়ার ভুলে গাছের প্রাণ যায়
গাছকে প্রয়োজনমতো পানি দিতে হবে, অতিরিক্ত বা অনিয়মিত পানি দেওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সব গাছে প্রতিদিন পানি দিতে হবে—এই ধারণা ভুল। মাটির আর্দ্রতা দেখে পানি দিন এবং নিশ্চিত করুন যেন পানি শিকড় পর্যন্ত পৌঁছায়। টবের নিচে যেন পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকে, তা না হলে অতিরিক্ত পানি জমে শিকড় পচে যেতে পারে।
? পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করুন
টবে লাগানো গাছ বাড়তি পুষ্টি চায়। জৈব সার যেমন কলার খোসা, ডিমের খোসা, চা পাতা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, তবে তা গাছের প্রকার অনুযায়ী দিতে হবে। নির্ভরযোগ্য উৎস থেকে জেনে উপযোগী উপাদান ব্যবহার করুন। পাশাপাশি সময়মতো গাছের গোড়ার মাটি নিড়িয়ে দিন এবং নিয়মিত পোকামাকড়নাশক প্রয়োগ করুন, তাতে গাছ থাকবে সুরক্ষিত।
✂️ ডাল ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা বুঝুন
গাছের ডাল ছাঁটাই করলে তা নতুন করে বৃদ্ধি পায় এবং ফুল-ফল পাওয়া সহজ হয়। তবে সব গাছের ছাঁটাই এক নিয়মে হয় না। কোন গাছ কখন এবং কীভাবে ছাঁটাই করতে হবে, তা জেনে নিয়মমাফিক কাজটি করুন। এতে গাছ থাকবে প্রাণবন্ত ও সজীব।
গাছ শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, এটি মানসিক প্রশান্তিও আনে। কিন্তু সেই গাছের যত্নে সামান্য অবহেলাই তার জীবনহানি ঘটাতে পারে। তাই গাছের প্রয়োজন, পরিবেশ ও প্রজাতি অনুযায়ী যত্ন নিশ্চিত করলেই সে থাকবে সবুজ ও সতেজ—আর আপনিও পাবেন প্রকৃতির ছোঁয়ায় প্রাণের পরশ।