ঢাকা,  সোমবার
০৭ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

এশিয়ান কাপে বাংলাদেশসহ আর কোন কোন দল খেলবে

প্রকাশিত: ১৬:৫৩, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৫৪, ৬ জুলাই ২০২৫

এশিয়ান কাপে বাংলাদেশসহ আর কোন কোন দল খেলবে

এশিয়ান কাপ

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকছে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা–তহুরারা, গড়েছে নতুন ইতিহাস।

বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে ১৬ গোল করে মাত্র ১ গোল হজম—এই পরিসংখ্যানই বলে দেয় মেয়েরা কতটা দাপুটে ছিল।

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে, চ্যালেঞ্জ বড়

তবে মূল পর্বে চ্যালেঞ্জ অপেক্ষা করছে আরও কঠিন। এখন পর্যন্ত যারা এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে একমাত্র বাংলাদেশই রয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে একশর বাইরে—১২৮তম অবস্থানে। অন্য ১১টি দলের প্রত্যেকটির র‍্যাঙ্কিং অনেক উঁচুতে।

২০২৬ সালের আসরের আয়োজক অস্ট্রেলিয়া (১৫) ছাড়াও অংশ নিচ্ছে চীন (১৭), জাপান (৭), দক্ষিণ কোরিয়া (২১)—যারা গত আসরের শীর্ষ তিন দল। রয়েছে উত্তর কোরিয়া (৯)ফিলিপাইন (৪১)-এর মতো শক্ত প্রতিপক্ষও।

শেষ দল নির্ধারিত হবে জুলাইয়ের শেষে

এই মুহূর্তে মূল পর্ব নিশ্চিত করেছে ১১টি দল। বাকি একটি দল নির্ধারিত হবে গ্রুপ ‘এ’-এর ম্যাচগুলোর পর, যেখানে খেলবে ভুটান, সিঙ্গাপুর, ইরান, জর্ডান এবং লেবানন। এই গ্রুপের খেলা শেষ হবে ১৯ জুলাই

শুধু এশিয়ান কাপ নয়, বিশ্বকাপ ও অলিম্পিকের সুযোগও

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপ কেবল একটি মহাদেশীয় টুর্নামেন্ট নয়, এখান থেকেই ২০২7 নারী বিশ্বকাপ এবং ২০২8 অলিম্পিক বাছাইয়ের দরজা খুলবে। বিশ্বকাপে খেলতে হলে কমপক্ষে সেমিফাইনালে উঠতে হবে, আর কোয়ার্টার ফাইনালে উঠে 'প্লে-ইন' জিতলেও মিলবে টিকিট। অলিম্পিক বাছাইয়ের সুযোগ মিলবে কোয়ার্টার ফাইনালে উঠলেই।


এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬: এখন পর্যন্ত নিশ্চিত দলগুলো

দল ফিফা র‍্যাঙ্কিং
জাপান
উত্তর কোরিয়া
অস্ট্রেলিয়া ১৫
চীন ১৭
দক্ষিণ কোরিয়া ২১
ভিয়েতনাম ৩৭
ফিলিপাইন ৪১
চীনা তাইপে ৪২
উজবেকিস্তান ৫১
ভারত ৭০
বাংলাদেশ ১২৮
১২তম দল—গ্রুপ 'এ' থেকে নির্ধারিত হবে  
Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531