ঢাকা,  বুধবার
৩০ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

‘১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা ফল খেয়েছেন’—সমাবেশে মির্জা আব্বাসের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৮, ১ মে ২০২৫

‘১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা ফল খেয়েছেন’—সমাবেশে মির্জা আব্বাসের ক্ষোভ

মির্জা আব্বাস

বিএনপি গত ১৭ বছরে কিছু করেনি—এমন সমালোচনার জবাবে কড়া ভাষায় পাল্টা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় না।’

আজ বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশে ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে শুনতে হয় ১৭ বছরে কিছুই করেনি। কেউ কি বলতে পারবেন বিএনপির নেতা-কর্মীরা জেলে যায়নি? তারেক রহমান পর্যন্ত জেলে ছিলেন।’ তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, ‘এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা নিজেরাই যেন ফ্যাসিস্ট হয়ে না যাই, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি শুধু বিএনপির কথা বলছি না, সবার কথাই বলছি।’

দেশে চলমান অনৈক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একেক জন একেক কথা বলছে, কেউ কারও কথা শুনছে না। অনৈক্য দেশটাকে শেষ করে দেবে।’

মির্জা আব্বাস আন্তর্জাতিক রাজনীতি ও মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের প্রস্তাবিত ‘মানবিক করিডর’ নিয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, ‘মানবিক করিডর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংস হয়ে গেছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা সরকারের ‘ফ্যাসিবাদী শাসন’ ও ‘গণতন্ত্রহীনতা’র বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন এবং বলেন, বর্তমান শাসনের অবসান ছাড়া দেশের সংকট কাটবে না।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531