
তাসকিন
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ।
ঘটনাটি ঘটেছে গতকাল (রোববার) রাত সাড়ে ৯টার দিকে, মিরপুর ১ নম্বর এলাকায়। অভিযোগে সৌরভ দাবি করেন, তাসকিন তাঁকে ফোনে ডেকে এনে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন এবং পরবর্তীতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেন।
মিরপুর মডেল থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, “তাসকিন আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।”
অভিযোগ সূত্রে জানা যায়, সিফাতুর রহমান সৌরভ ও তাসকিন আহমেদ দীর্ঘদিনের পরিচিত এবং একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে কি কারণে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়।
এই বিষয়ে তাসকিন আহমেদের বক্তব্য জানতে তাঁর মোবাইলে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তাসকিনের বাবা আব্দুর রশিদের ফোন নম্বরেও যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া গেছে।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। অনেকেই বিষয়টির দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করছেন।
তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা তাসকিনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।