ঢাকা,  শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্তের পথে

প্রকাশিত: ০৮:২৫, ২ সেপ্টেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্তের পথে

জুলাই সনদ

জাতীয় ঐকমত্য কমিশন চলতি সপ্তাহেই জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে যাচ্ছে। তবে সনদে সংস্কার প্রস্তাবগুলো থাকলেও সেগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ করা হবে না। কমিশন মনে করছে, বাস্তবায়ন পদ্ধতি অন্তর্ভুক্ত হলে কোনো কোনো দল সনদে সই করতে অস্বীকৃতি জানাতে পারে। তাই দল ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলাদা করে অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়নের সুপারিশ দেওয়া হবে।

সনদ প্রণয়ন প্রক্রিয়া

  • ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ।

  • দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে।

  • জুলাই মাসে সনদ চূড়ান্ত করার পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভেদের কারণে তা সম্ভব হয়নি।

  • এখন চূড়ান্ত খসড়া তিন ভাগে করা হচ্ছে—

    1. সনদের পটভূমি

    2. ঐকমত্য ও সিদ্ধান্ত হওয়া প্রস্তাব

    3. বাস্তবায়নের অঙ্গীকারনামা

বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভেদ

  • বিএনপি: সংবিধান সংশোধনীসহ সংস্কার বাস্তবায়ন করতে হবে আগামী সংসদের মাধ্যমে

  • জামায়াতে ইসলামী: গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করতে চায়।

  • অন্য অনেক দল বলেছে, যেসব সংস্কার এখনই সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে করতে পারে এবং পরে সংসদে রেটিফিকেশন দিতে হবে।

সাম্প্রতিক আলোচনা

  • গতকাল জাতীয় সংসদের এলডি হলে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, খেলাফত মজলিস, গণফোরাম, এনডিএম, বাংলাদেশ জাতীয় দলসহ ১৭টি দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন।

  • এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গেও কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

  • বৈঠকে গণভোট, প্রোক্লেমেশন, সংবিধান সভা ও সংসদের মাধ্যমে বাস্তবায়ন—এসব বিকল্প প্রস্তাব উঠে এসেছে।

কমিশনের অবস্থান

  • কমিশন মনে করছে, বাস্তবায়নের উপায় নির্ধারণ তাদের কার্যপরিধির মধ্যে নেই।

  • তাই দলগুলোর মতামত ও বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে একটি সুপারিশ পত্র তৈরি করে তা অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া হবে।

  • কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। দলগুলো চাইলে সনদে সই করবে কি না, তা তাদের সিদ্ধান্ত।

অঙ্গীকার অংশে পরিবর্তন

  • সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া বা আদালতে চ্যালেঞ্জ না করার অঙ্গীকার—এ ধরনের ভাষা কিছুটা পরিবর্তন করা হচ্ছে, যাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

  • সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, কেবল যেসব বিষয়ে সবাই একমত হয়েছে, সেগুলোই সনদে রাখা উচিত।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531