ঢাকা,  শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে করে চীনে গেলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ২ সেপ্টেম্বর ২০২৫

সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে করে চীনে গেলেন কিম

সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে করে চীনে গেলেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে একটি বিশেষ ট্রেনে করে চীন পৌঁছেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনি বেইজিং এসেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোডং সিনমুন এই খবর নিশ্চিত করেছে।

গণমাধ্যমটির প্রকাশিত ছবি থেকে জানা যায়, কিম তাঁর সহযোগীদের সঙ্গে একটি গাঢ় সবুজ রঙের বুলেটপ্রুফ ট্রেনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সোমবার পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করে আজ ভোরে চীনের সীমান্ত অতিক্রম করে তার ট্রেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এক অজ্ঞাত সূত্রের বরাতে আগেই জানিয়েছিল যে কিম সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বেইজিং যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে এটি হবে কিমের প্রথম প্রকাশ্য মঞ্চে উপস্থিতি।

এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন উত্তর কোরিয়া চীনের সাম্প্রতিক ‘গ্লোবাল সাউথ’ ধারণাকে সমর্থন জানিয়েছে। শি জিনপিং যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়বে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531