ঢাকা,  শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর: আপিল বিভাগের রায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:২২, ৪ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর: আপিল বিভাগের রায়

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর: আপিল বিভাগের রায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

এর আগে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ ওই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

হাইকোর্টের আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে অভিযোগগুলো ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেয়া হয়।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক আপিল করে। চেম্বার আদালত সোমবার বিকেলে হাইকোর্টের আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল আবেদন করতে নির্দেশ দেন। পরে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) চূড়ান্তভাবে ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে রায় দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531