ঢাকা,  রোববার
০৭ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের কৌশল: সাদিক কায়েমকে সামনে রেখে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রচারে সক্রিয়

প্রকাশিত: ০৮:২১, ৪ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের কৌশল: সাদিক কায়েমকে সামনে রেখে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রচারে সক্রিয়

শিবির প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে ইসলামী ছাত্রশিবির। জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা শিবির এবার নির্বাচনে তাদের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ঘোষণা করেছে। এই প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী করা হয়েছে মো. আবু সাদিক কায়েমকে, যিনি গণ–অভ্যুত্থানের সময় থেকে আলোচনায় আসেন এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক।


সাদিক কায়েমকে ঘিরে আলোচনায় শিবির

  • গণ–অভ্যুত্থানে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকার কারণে সাদিক কায়েম ক্যাম্পাসে পরিচিত মুখ।

  • শিবিরের অভ্যন্তরে এবং বাইরেও তাঁর পরিচিতি বাড়ায় নির্বাচনে তাঁকে সামনে আনা হয়েছে।

  • অভিযোগমুক্ত থাকা ও যোগাযোগ দক্ষতা তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে মনে করছেন শিবির নেতারা।


প্রচারণার ধরন ও কৌশল

  • অনলাইন প্রচারণায় ফেসবুক পেজ খুলে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট।

  • আবাসিক হলে সরাসরি যোগাযোগ এবং বিভাগ-ইনস্টিটিউট পরিদর্শন।

  • অনাবাসিক, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ও কোচিং-কেন্দ্রিক শিক্ষার্থীদের ভোটব্যাংক তৈরির চেষ্টা।

  • বিভিন্ন হল সংসদে সরাসরি প্যানেল না দিয়ে পছন্দের প্রার্থীদের পরোক্ষ সমর্থন।


নারী ভোটার ও প্রতিশ্রুতি

এবার ডাকসুর মোট ভোটারের প্রায় ৪৮ শতাংশই নারী (১৮,৯৫৯ জন)। তাঁদের আকৃষ্ট করতে শিবিরের ইশতেহারে অন্তত সাতটি প্রতিশ্রুতি রাখা হয়েছে:

  1. নিরাপদ পরিবহন নিশ্চিতকরণ

  2. ছাত্রীদের হলে প্রবেশে বিধিনিষেধ শিথিল

  3. মাতৃত্বকালীন ছুটি কার্যকর

  4. একাডেমিক ভবনে বিনা মূল্যে মেন্সট্রুয়াল হাইজিন প্রোডাক্ট

  5. সেলফ-ডিফেন্স প্রশিক্ষণ

  6. যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি

  7. ব্রেস্ট ফিডিং রুম, চাইল্ড কেয়ার কর্নার ও নারী কর্মচারী নিয়োগ

তবে ক্যাম্পাসে সমালোচনা রয়েছে, শিবির নির্বাচিত হলে নারীদের চলাচলে বিধিনিষেধ আরোপ হতে পারে।


সংখ্যালঘু শিক্ষার্থীদের ভোট

  • জগন্নাথ হলের প্রায় ৬% ভোটার (২,২২২ জন) সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের।

  • তাঁদের জন্য ইশতেহারে বিশেষ প্রতিশ্রুতি না থাকলেও উপাসনালয় সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে শিবির।

  • শিবিরের দাবি, তাদের প্যানেল অন্তর্ভুক্তিমূলক—এখানে মুসলিম-অমুসলিম, বাঙালি-অবাঙালি, নারী-পুরুষ সবাই রয়েছে।


অভিযোগ ও চ্যালেঞ্জ

  • বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ শিবিরের প্রার্থীদের।

  • নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে দাবি।

  • আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাদের।

  • শিবির নেতাদের মতে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


ডাকসু নির্বাচনে শিবিরের মূল শক্তি হচ্ছে সংগঠিত প্রচারণা, সাদিক কায়েমের পরিচিতি এবং নির্দিষ্ট ভোটব্যাংক। তবে নারী ভোটার ও সংখ্যালঘু শিক্ষার্থীদের আস্থা অর্জন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী ফলাফলে এই দুটি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531