ঢাকা,  শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

এসআই-এএসআইদের জন্য সুদমুক্ত ঋণে মোটরসাইকেল, মিলবে জ্বালানি-রক্ষণাবেক্ষণ ভাতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

এসআই-এএসআইদের জন্য সুদমুক্ত ঋণে মোটরসাইকেল, মিলবে জ্বালানি-রক্ষণাবেক্ষণ ভাতা

এসআই-এএসআইদের জন্য সুদমুক্ত ঋণে মোটরসাইকেল, মিলবে জ্বালানি-রক্ষণাবেক্ষণ ভাতা

ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, আসামি গ্রেপ্তার ও মামলা তদন্তের গতি বাড়াতে এসআই (উপপরিদর্শক) ও এএসআইদের (সহকারী উপপরিদর্শক) জন্য সুদমুক্ত ঋণে মোটরসাইকেল কেনার সুযোগ দিচ্ছে সরকার। পাশাপাশি মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা দেয়া হবে। 

নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল কেনার জন্য এসআই ও এএসআইরা সুদমুক্ত ঋণ পাবেন। 

এ লক্ষ্যে সোনালী ব্যাংক ৯ শতাংশ সরল সুদে পুলিশ পরিচালিত কমিউনিটি ব্যাংককে ৬০০ কোটি টাকা ঋণ দেবে। পরবর্তীতে কমিউনিটি ব্যাংক থেকে পুলিশ সদস্যরা ঋণ গ্রহণ করবেন। ঋণগ্রহীতাদের বেতন থেকে পাঁচ বছরে ৬০ কিস্তিতে টাকা কেটে নেয়া হবে। সুদের পুরো টাকা পরিশোধ করবে অর্থ মন্ত্রণালয়।

ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মোটরসাইকেলটি বাংলাদেশ পুলিশের অনুকূলে বন্ধক রাখতে হবে। চাকরির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে সাত বছর আগে পর্যন্ত এ ঋণ নেয়া যাবে। যাদের চাকরির মেয়াদ সাত বছরের কম, তারা এ সুবিধার আওতায় আসবেন না। চাকরি ছেড়ে দিলে বকেয়া অর্থ পেনশন ও গ্রাচুইটি থেকে সমন্বয় করা হবে। 

মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রথম পাঁচ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ৭ হাজার টাকা সরকার প্রদান করবে। এ খরচ বাংলাদেশ পুলিশের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খাত থেকে দেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এ ঋণ দেয়া হবে। চাকরিতে যোগদানের দুই বছর পর থেকে এ সুযোগ গ্রহণ করা যাবে। গত ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। 

সভায় জানানো হয়, এই উদ্যোগ বাস্তবায়ন হলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং জনসেবার মান উন্নত হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531