
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের অনুমোদনের পরই চূড়ান্ত হবে তার নিয়োগ। বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে সিনিয়র অফিসার পদে মনোনীত হয়েছিলেন।
সর্বশেষ তিনি ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সিনিয়র ফরেন সার্ভিসের অভিজ্ঞ কূটনীতিক ক্রিস্টেনসেন এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।