
মালয়েশিয়ায় ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০ অভিবাসী, অধিকাংশই বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে সর্বাধিক বাংলাদেশি। নিউ স্ট্রেইট টাইমস
‘অপস বেলাঞ্জা’ নামে পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। নেতৃত্ব দেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান। অভিযানের শুরুতেই বুকিত বিনতাং এলাকার জালান নাগাসারি ও জালান সিলন এলাকার সব প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেয়া হয়। ফলে পালানোর সুযোগ ছিল না কারো।
মাত্র আড়াই ঘণ্টায় মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ছিলেন ১ হাজার ৬০০ বিদেশি ও ৮৪৫ মালয়েশিয়ান নাগরিক। গ্রেপ্তার হওয়া ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৯৬ জন (৩৯৪ পুরুষ ও ২ নারী)। এছাড়া মিয়ানমারের ২৩৫, নেপালের ৭২, ভারতের ৫৮, ইন্দোনেশিয়ার ১৯ এবং অন্যান্য দেশের আরও ৯ জনকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে থাকা, বৈধ পরিচয়পত্র না রাখা এবং অনুমোদন ছাড়া কাজ করা। অভিযানের সময় অনেকেই দোকানের নিচে, গুদামে বা ভবনের ছাদে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাউকে রক্ষা করা যায়নি।
অভিযানে একটি গোপন অনলাইন জুয়ার আড্ডাও ধরা পড়ে, যেখানে কয়েকজন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে এলাকায় নজরদারি চালানোর পর এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া সবাইকে প্রথমে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।