ঢাকা,  শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ব্যাংক কার্ড ব্যবহার করে সাশ্রয়ের কৌশল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংক কার্ড ব্যবহার করে সাশ্রয়ের কৌশল

কার্ড

বাংলাদেশে এখনো অনেকেই ডেবিট ও ক্রেডিট কার্ডকে শুধু খরচের মাধ্যম হিসেবে দেখেন। অথচ সামান্য পরিকল্পনা করলে কার্ড ব্যবহার করেই টাকা বাঁচানো সম্ভব। এজন্য প্রয়োজন সচেতনতা ও বুদ্ধিদীপ্ত আর্থিক সিদ্ধান্ত। নিচে কার্ড ব্যবহার করে সাশ্রয়ের কিছু উপায় তুলে ধরা হলো—

১. মোবাইল রিচার্জে ক্যাশব্যাক
বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) কার্ড দিয়ে রিচার্জ করলে অনেক ব্যাংক ক্যাশব্যাক দেয়।

২. সুপারশপে ছাড়
আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ সুপারশপগুলো নির্দিষ্ট দিনে বা সময়ে ব্যাংক কার্ড ব্যবহার করলে ৫% বা তার বেশি ছাড় দেয়।

৩. রেস্তোরাঁর অফার
অভিজাত ও জনপ্রিয় রেস্তোরাঁয় কার্ডে ১০-১২% ছাড় পাওয়া যায়। আবার অনেক হোটেল-রেস্তোরাঁয় ‘বাই ওয়ান, গেট টু’ অফারও থাকে।

৪. ই-কমার্স ছাড়
দারাজ, পিকাবোসহ অনলাইন প্ল্যাটফর্মে কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়।

৫. সুদবিহীন ইএমআই
ফ্রিজ, টিভি, মোবাইল বা আসবাবের মতো বড় কেনাকাটায় ক্রেডিট কার্ডে ২-৩ মাসের জন্য সুদবিহীন কিস্তি সুবিধা মেলে।

৬. এয়ারলাইনের টিকিট ছাড়
বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারসহ এয়ারলাইনের টিকিটে ৫-১০% পর্যন্ত ছাড় ও ইএমআই সুবিধা পাওয়া যায়।

৭. হোটেল-রিসোর্টে ছাড়
দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে কার্ডে ৪০-৬০% পর্যন্ত ছাড় থাকে, বিশেষ করে অফ সিজনে। কক্সবাজার, গাজীপুর, বান্দরবান বা শ্রীমঙ্গলের তারকা হোটেলগুলোতে এ সুবিধা বেশি।

৮. বার্ষিক মাশুল মওকুফ
বছরে নির্দিষ্ট পরিমাণ খরচ করলে অনেক ব্যাংক ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মওকুফ করে দেয়। এতে বাড়তি টাকা বেঁচে যায়।

৯. হাসপাতালে ছাড়
স্কয়ার, ল্যাবএইড, ইউনাইটেডসহ বড় হাসপাতালগুলোতে কার্ড ব্যবহারে চিকিৎসা বিলের ওপর ছাড় পাওয়া যায়।

১০. উৎসব অফার
ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন উৎসবে প্রায় সব ব্যাংকই শপিং, অনলাইন কেনাকাটা ও ভ্রমণে বিশেষ ছাড় বা ক্যাশব্যাক দেয়।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531