
প্রিন্সেস ডায়ানা
১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্য প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর ২৮ বছর পরও তাকে ঘিরে রহস্য ও ষড়যন্ত্রতত্ত্বের আলোচনা থামেনি।
ডায়ানার মৃত্যু নিয়ে সরকারি তদন্তে এটি নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করা হলেও তার অনুরাগী ও অনেক গবেষক দাবি করে আসছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সেই দাবিকে আরও জোরালো করে তোলে ডায়ানার মৃত্যুর এক বছর আগে লেখা একটি চিঠি।
চিঠিতে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী
ডায়ানার সাবেক পরিচালক পল ব্যারেল জানান, ১৯৯৬ সালে রাজকুমারী তাকে হাতে লেখা একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার গাড়িতে দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চলছে। পরিকল্পনা অনুযায়ী, গাড়ির ব্রেক কেটে দেয়া হবে এবং এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগবে।
চিঠিতে ডায়ানা আরও লিখেছিলেন, এই পরিকল্পনার উদ্দেশ্য তাকে পথ থেকে সরিয়ে দেয়া, যাতে প্রিন্স চার্লস (বর্তমান রাজা তৃতীয় চার্লস) আবার বিয়ে করতে পারেন।
রহস্যময় রাত
১৯৯৭ সালের ৩১ আগস্ট রাতে প্যারিসের এক সুড়ঙ্গপথে দ্রুতগতির মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ডায়ানার সঙ্গী দোদি আল–ফায়েদ ও গাড়িচালক হেনরি পল। গুরুতর আহত ডায়ানাকে হাসপাতালে নেয়া হলেও কয়েক ঘণ্টা পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ষড়যন্ত্রতত্ত্ব বনাম তদন্ত
ডায়ানার মৃত্যুর পর থেকেই নানা ষড়যন্ত্রতত্ত্ব ঘিরে ধরে রাজপরিবারকে। দোদি আল–ফায়েদের বাবা অভিযোগ তোলেন, প্রিন্স ফিলিপের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কারও মতে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ছিল।
এ সব দাবি খতিয়ে দেখতে ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ ‘অপারেশন পেজেট’ নামে তদন্ত শুরু করে। তদন্তে ১৭৫টি ষড়যন্ত্রতত্ত্ব পর্যালোচনা করা হয়। তবে শেষ পর্যন্ত সরকারি প্রতিবেদনে বলা হয়, এটি নিছক দুর্ঘটনাই ছিল। চালক হেনরি পল মদ্যপ অবস্থায় নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক দ্রুত গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে।
এখনো অমীমাংসিত প্রশ্ন
সরকারি তদন্তে ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। কিন্তু ডায়ানার নিজের লেখা চিঠি আজও রহস্যকে ঘনীভূত করে রেখেছে। মৃত্যুর ২৮ বছর পরও ব্রিটিশ রাজপরিবারের সাবেক এই সদস্য মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন ‘পিপলস প্রিন্সেস’ বা মানুষের রাজকুমারী হয়ে।