
ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। সুযোগ পেলেই দেখা হয়, আড্ডাও দেন তারা।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে অপু বিশ্বাস শেয়ার করেছেন শাকিব খানের সঙ্গে কাটানো এক মজার স্মৃতি। তিনি জানান, একসময় শাকিব মজা করে তাকে ‘মটু’ বলে ডাকতেন। আর সেই খোঁচার কারণেই তিনি নিজের ওজন কমিয়ে ফেলেন।
অপু বলেন, অনেক মজার স্মৃতি আছে। একবার সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে যাই। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি দৌড়ে গিয়ে বলি- আমাকে নেবে না?
অপু আরও যোগ করেন, একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়াচ্ছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটাই জয়ের বাবা করেছিলেন। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি শাকিবকে বললাম তুমি এটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, দৌড়াও, মোটাটা একটু কমবে।
নায়িকা আরও জানান, শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে পঁচাতো। তবে এখন আর সে সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।
অপু বিশ্বাস আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বিচ্ছেদের পরও শাকিবের প্রতি তার ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে। ছেলে জয়কে ঘিরেই এখনও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।