ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বাধিক সংখ্যক শ্রমিকই বাংলাদেশি। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশ থেকে যাওয়া। চলতি বছরের জুন মাসের শেষে সেখানে বৈধ কাজের অনুমতি থাকা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে। পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার চালুর পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন। ২০২৩ সালে নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান। তবে ওই সময় ২০ হাজার ৩৩১ জন (২০২২ সালে) ও ২৩ হাজার ৬৫ জন (২০২৩ সালে) বাংলাদেশিকে তাঁদের নিয়োগকর্তারা নিজ দেশে ফেরত পাঠান।

এছাড়া, ভিসার মেয়াদ শেষে দেশটিতে অবস্থান করা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বৈধ শ্রমিকের সংখ্যার দিক থেকে অদক্ষ বিদেশি শ্রমিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531