ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

শোকজের জবাব ফজলুর রহমানের, অসন্তোষজনক হওয়ায় দলীয় সব পদ স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩২, ২৬ আগস্ট ২০২৫

শোকজের জবাব ফজলুর রহমানের, অসন্তোষজনক হওয়ায় দলীয় সব পদ স্থগিত

বিএনপির কেন্দ্রিয় নেতা ফজলুর রহমান

১১ পয়েন্টে দলীয় শোকজের জবাব দিয়েছিলেন বিএনপির কেন্দ্রিয় নেতা ফজলুর রহমান। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় এ নেতার দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির পাঠানো স্থগিতাদেশের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। এরপর সোমবার (২৫ আগস্ট) তাকে আরও ২৪ ঘণ্টা সময় দেয়া হয়। 

মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি যে জবাব জমা দিয়েছেন, তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয় চিঠিতে।

তবে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপাতত তিন মাসের জন্য তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

চিঠিতে আরও বলা হয়েছে, এখন থেকে তিনি কোনো টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531