
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ
আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। এ প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সাড়ে আট মাসব্যাপী বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
বর্তমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রোগ্রাম শেষ করা শিক্ষার্থীদের ৯২ শতাংশ ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত আছেন।
গুরুত্বপূর্ণ তথ্য
- আসনসংখ্যা: ১৬৫
- আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
- বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
- পরীক্ষা: গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা (ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে)
- পূর্বে কোনো রাউন্ডে অংশগ্রহণকারী নতুন করে আবেদন করতে পারবেন না
সুযোগ-সুবিধা
- সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ (সমমূল্য প্রায় ২ লাখ টাকা)
- কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ
- আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ
আবেদনের যোগ্যতা
- স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস বা অধ্যয়নরত
- চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে, কনস্ট্রাকশন) পাস প্রার্থী
যে কোর্সগুলোতে ভর্তি চলছে
- Spring Boot, Android ও Flutter দিয়ে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
- Laravel, React, Vue.js ও WordPress দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
- ASP.NET, Angular ও React ব্যবহার করে ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপস ডেভেলপমেন্ট
- Oracle Database Application Development
- Network Solutions & System Administration
- Graphics, Animation & Video Editing
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।