ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

প্রকাশিত: ০৮:৪৪, ২৬ আগস্ট ২০২৫

গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

গাজায় একদিনে নিহত ৮৬

ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে গাজা উপত্যকায় নতুন করে আরও অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা হামলায় আহত হয়েছেন আরও ৪৯২ জন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন মারা গেছেন বিমান হামলায় এবং ২৮ জন প্রাণ হারিয়েছেন খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে।

মন্ত্রণালয় জানায়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করতে সরঞ্জাম ও জনবলের অভাব দেখা দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি। শুধু গত পাঁচ মাসেই ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি।

গত মে মাসের শেষ থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ১২৩ জন এবং আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৬১৫ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকেই এই অভিযান শুরু করে আইডিএফ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে কয়েক দফায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা টেকেনি। সর্বশেষ ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল বারবার হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531