ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২৫ আগস্ট ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডির একটি টিম।

পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি করেন। সেখানে তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলায় তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।

এর আগে, গত ১৭ আগস্ট গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন গণমাধ্যমকে জানান, জুলাই অভ্যুত্থানের ঘটনায় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় সিআইডির একটি টিম বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে আটক করে। আসামিকে নিয়ে টিম ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে জানা যাবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531