ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

যে কারণে আর্জেন্টিনা এখনো বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করতে পারেনি

প্রকাশিত: ০৮:৩৬, ৩১ আগস্ট ২০২৩

যে কারণে আর্জেন্টিনা এখনো বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করতে পারেনি

আর্জেন্টিনা

গত ১৯ আগস্ট ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো দল ঘোষণা করতে পারেনি। আগামী ৮ সেপ্টেম্বর ম্যাচ থাকলেও, এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গত শনি ও রোববার দল ঘোষণা করার কথা থাকলেও সে সময়ে দল ঘোষণা করেননি স্কালোনি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার নাগাদ দল ঘোষণা করতে পারেন বিশ্বকাপজয়ী এই কোচ। কিন্তু কেন তিনি দেরি করছেন?

আর্জেন্টিনার অন্যতম প্রধান সংবাদমাধ্যম দিয়ারিও ওলে দল ঘোষণা দেরি হওয়ার কারণ সম্পর্কে বলেছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে, আর সেই কারণেই দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।

পাশাপাশি স্কালোনি নাকি তাঁর ঘোষিত দলে ৫০ জনের বেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে চান। যেখানে বেশ কিছু খেলোয়াড় থাকবেন অনূর্ধ্ব–২৩ দলের। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মূলত রাখা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য। সেসব খেলোয়াড় কারা হবেন, সেটা ঠিক করতেই নাকি সময় লাগছে স্কালোনির।

আরও পড়ুন: নেপালকে বিধ্বস্ত করে পাকিস্তানের এশিয়া কাপ সূচনায় বাবরের আরেকটি রেকর্ড

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে। বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে ম্যাচটি মাঠে গড়াবে ৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর সাড়ে ৬টায়। ১৩ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে।

ওলে স্কালোনির ঘোষিত দলে যেসব সম্ভাব্য অভিজ্ঞ খেলোয়াড়ের নামও প্রকাশ করা হয়েছে। সেই দলে কারা আছেন, তাও একনজরে দেখে নেওয়া যাক।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, গেরমান পাজেল্লা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ফাকুন্দো  বুয়োনানোত্তে, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, লুকাস ওকাম্পোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেস, আলেসান্দ্রো গারনাচো, জিওভান্নি সিমিওনে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528