ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

টেনেটুনে পাসেই খুশি থাকতো পরিবার

দিকদর্পন ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২২ মে ২০২৩

টেনেটুনে পাসেই খুশি থাকতো পরিবার

‘মিউজিক স্কুল’ সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ মে। এতে সংগীতশিক্ষিকা চরিত্রে দেখা দিয়েছেন শ্রিয়া সরণ। অভিনেত্রী সিনেমাটির প্রসঙ্গ ধরে কথা বলেছেন ব্যক্তিগত বিষয়েও। শেয়ার করেছেন তার জীবনে মিউজিকের ভূমিকা নিয়ে। নায়িকার সাক্ষাৎকার নিয়েছেন ডেকান ক্রনিকল।

শ্রিয়া সরণ বলেন, ‘আমি নাচতে খুবই ভালোবাসি। নাচ আমার জীবনের সঙ্গে জড়িয়ে; এটা জীবনেরই অংশ। গান-নাচ একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। গান নিয়মানুবর্তিতা খেশায়; নাচ শেখায় আনন্দে থাকতে। শিল্প-সংস্কৃতি তো সবার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা উচিৎ। তবেই তো জীবন সুন্দর। আমার কাছে এমনই মনে হয়’

দক্ষিণি নায়িকা বলেন, ‘আমার জীবন নাচ ও সংগীত নিয়েই। তাই তো সিনেমাটিতে সংগীতশিক্ষিকা চরিত্রে দারুণ উপভোগ করেছি। দ্য সাউন্ড অব মিউজিক আমার দেখা প্রথম ভিন্ন ভাষার সিনেমা। আমি সিনেমাটা বারবার দেখেছি।’

নিজের ছোটবেলা নিয়ে বলেছেন শ্রিয়া। নায়িকা বলেন, ‘আমি শিক্ষিত পরিবার থেকে আসা মেয়ে। তবে আমার মা–বাবা অন্য ধরনের মানুষ। সত্যি বলতে, পড়াশোনায় আমার কখনোই সে রকম আগ্রহ ছিল না। পরীক্ষায় ভালো নম্বর আনার জন্য কখনোই তাঁরা আমাকে চাপ দিতেন না। ক্লাস পরীক্ষায় টেনেটুনে পাস নম্বর পেলেই তাঁরা খুশি থাকতেন। আমি যা কিছু করতে চাইতাম, আমার মা-বাবা তাতেই খুশি হতেন। আমার বন্ধুদের মা-বাবাদের দেখেছি পড়াশোনার জন্য তাদের অনেক চাপ দিতে। আমি নাচতে ভালোবাসতাম। মা-বাবা আমাকে সে ব্যাপারে উৎসাহ দিতেন।’

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531