
ত্বক শ্যামলা হলে অনেকে চিন্তায় পড়ে যান লুক নিয়ে। কোন অনুষ্ঠানে গেলে গ্ল্যামারাস সাজে তাকে আদৌ ভালো লাগবে কিনা। এতো চিন্তার কোন করণ নেই। স্কিন টোন যাই হোক না কেন, গ্ল্যামারাস লুকের জন্য দরকার পারফেক্ট মেকআপ।
মেকআপ ক্যান ডু ওয়ান্ডারস। যাদের স্কিন টোন ডার্ক, তাদের জন্য থাকে বাড়তি সুবিধা। কারণ মেকআপের নানা শেড খুব সহজে ব্যাবহার করা যায়। বোল্ড অ্যান্ড ব্রাইট কালার ডার্ক স্কিনে বেশ ভাল লাগে। পার্টি লুক বা হালকা সাজগোজ, বেস মেকআপ ঠিক ভাবে করা জরুরি। তবে প্রতিদিন ত্বকের যত্ন নিতে ভুল করা যাবে না। এটা সবার আগে। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট।
ত্বক ভাল হলে যেকোনো মেকআপেই দারুণ লাগবে আপনাকে। তাই প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার স্ক্রাব করতে পারলে খুব ভাল। তাহলে ত্বকের ইভেন টোন ভাল আসবে। আর মেকআপের জন্য আপনার স্কিন টোনের সঙ্গে মিলিয়ে কিনতে হবে ফাউন্ডেশন। করণ ত্বকের সঙ্গে শেড ম্যাচ না করলে ন্যাচারাল লুক আসবে না। তাই ফাউন্ডেশন কেনার সময় দেখে নিন সেটি আপনার স্কিন টোনের সঙ্গে যাচ্ছে কি না। প্রয়োজন হলে দু’রকম শেড কিনে মিশিয়ে নিন। কারণ এটি পারফেক্ট হওয়াটা খুব জরুরি।
অনেকের ত্বক থাকে তৈলাক্ত। তাদের জন্য ওয়াটার বেসড ফাউন্ডেশন পারফেক্ট। আর ড্রাই স্কিনের জন্য ক্রিম বেসড ফাউন্ডেশনই উপযুক্ত। মুখে লাগানোর আগে ফাউন্ডেশনের সঙ্গে একটু পানি বা ময়শ্চারাইজার মিশিয়ে নিন। এতে ফাউন্ডেশন ব্লেন্ড হবে ভাল ভাবে।
প্রথমে ফাউন্ডেশন পুরো মুখে ভাল করে মিশিয়ে নিতে হবে। ঘাড় ও গলায় বাদ দেওয়া যাবে না। নাহলে দুই জায়গায় আলাদা শেড মনে হবে। এবার মুখে পাউডার লাগিয়ে নিন। স্কিন টোন ডার্ক যাদের, সাধারণত তাদের কালো চোখ এবং ঘন আই ল্যাশ থাকে। চোখকে তাই আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। চোখে লিকুইডের বদলে ক্রিম বেসড লাইনার ব্যবহার করতে পারেন। এটা সহজে ব্লেন্ড হতে পারে ত্বকের সঙ্গে। ফলে দারুণ একটা ন্যাচারাল লুক আসবে। আই শ্যাডোর জন্য বেছে নিতে পারেন ব্রাউন, কপার কিংবা বার্গেন্ডি। পার্টি লুকে ডার্ক ও মেটালিক রঙ ভাল লাগবে। ব্লাশের জন্য বেছে নিন পাম বা ব্রোঞ্জ। গর্জাস লুকের জন্য গোল্ড টোন শিমার ভাল অপশন হতে পারে। এড়িয়ে চলতে হবে ব্রাউন কিংবা বেজ জাতীয় শেড। ব্লাশের ক্ষেত্রে এগুলো ডাল লুক আসে। আর যদি সকালের কোনও অনুষ্ঠানে যান তবে রোজ, ডিপ অরেঞ্জ বা ডার্ক রোজ দিতে পারেন।
এবার আসা যাক ঠোঁটের মেকআপে। ম্যাট বা গ্লসি দু’ধরনের লিপ কালারই ভাল লাগে। চাইলে ফ্রস্টি বা শিমারি শেডও বেছে নিতে পারেন। ডার্ক শেড লিপ কালার করতে চাইলে, বেছে নিন বেরি, পাম, বার্গেন্ডি বা মভ। আর চোখে যদি থাকে ব্রাইট মেকআপ, তবে ঠোঁটের জন্য বেছে নিতে পারেন গ্লসি ন্যুড কালার। ঠোঁটের স্কিন টোন যদি ডার্ক হয়, তবে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন। তারপর লিপস্টিক লাগাতে পারেন। এতে লিপ কালার ভাল ফুটবে।