ঢাকা,  শুক্রবার
০২ জুন ২০২৩

Advertisement

সব কথাই শুনে নিচ্ছে হোয়াটসঅ্যাপ!

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ১১ মে ২০২৩

আপডেট: ২২:২৫, ১১ মে ২০২৩

সব কথাই শুনে নিচ্ছে হোয়াটসঅ্যাপ!

ছবি : ইন্টারনেট

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে! হোয়াটসঅ্যাপ আমার আপনার সবার সব কথাই শুনে নিচ্ছে। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, মা-বাবা যার সঙ্গেই হোয়াটসঅ্যাপে কথোপকথন করা হচ্ছে, তার সবই শুনতে পাচ্ছে এই অ্যাপ। টুইটারের এক ইঞ্জিনিয়ার এই অভিযোগ তুলেছেন।

টুইটার প্রধান নির্বাহী ইলন মাস্ক ওই ইঞ্জিনিয়ারকে উদ্ধৃত করে বলেছেন, হোয়াটসঅ্যাপকে আর বিশ্বাস করা যায় না।

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ করার পর এই ইঞ্জিনিয়ারের টুইট ব্যাপকভাবে ভাইরাল। ওই টুইটে দাবি করা হয়, তিনি রাতে যখন ঘুমান তখন তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।

তিনি বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম, হোয়াটসঅ্যাপ তখন ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠলাম, তখনো এই কাজ চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ। এসব হচ্ছেটা কী?’

টুইটটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ঘটনার জন্য অ্যান্ড্রয়েডকে পুরোপুরি দায়ী করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি।

হোয়াটসঅ্যাপ বলছে, এটি অ্যান্ড্রয়েডের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।

Advertisement
Advertisement