ঢাকা,  সোমবার
১৩ অক্টোবর ২০২৫

Advertisement
Advertisement

যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল হামাস–ইসরায়েল

প্রকাশিত: ০৯:২৩, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৪৭, ৯ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল হামাস–ইসরায়েল

গাজা

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলা দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। এমনকি তারা বিষয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপেস্বাক্ষর করেছে

ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক!’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকেস্বাগতজানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন শক্ত প্রতিরক্ষার প্রস্তুতি নিতে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। একই সঙ্গে সেনাপ্রধান অপহৃতদের উদ্ধার অভিযানে প্রস্তুতি নিতে বলেছেন সৈন্যদের। এই অভিযান সংবেদনশীলতা পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে হামাস জানিয়েছে, তারা এই ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায়, তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ীফিলিস্তিনি বন্দীদের তালিকাইসরায়েলের কাছে জমা দিয়েছে।

হামাস জানিয়েছে, তারা এখনচূড়ান্তভাবে নামগুলোর অনুমোদনের অপেক্ষায়আছে। এরপর বন্দীদের গণমাধ্যম দপ্তরের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে ঘোষণা করা হবে।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531