
মোবাইল ফোন
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে এসেছে ১৯ সেপ্টেম্বর। কিন্তু বাজারে আসার পরপরই ব্যবহারকারীদের মধ্যে নতুন মডেল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অ্যাপল ইন্টেলিজেন্সের ত্রুটি
ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপল ইন্টেলিজেন্স সঠিকভাবে কাজ করছে না।
-
সমস্যা সব মডেলে না হলেও আইফোন এয়ারসহ একাধিক মডেলে দেখা দিচ্ছে।
-
ব্যবহারকারীরা জানিয়েছেন, স্মার্ট সাজেশন ও কনটেক্সচুয়াল ইনফো ব্যবহার করতে গেলে সিস্টেম বারবার নতুন করে ডাউনলোড করার নির্দেশ দিচ্ছে।
-
কেউ কেউ বলেছেন, জেনমোজি ও ইমেজ প্লেগ্রাউন্ড চালু করা যাচ্ছে না।
-
অনেকে জানিয়েছেন, প্রথমে স্বাভাবিকভাবে কাজ করলেও সিরির পুরোনো অ্যানিমেশন বেছে নেওয়ার পর আর চালু হচ্ছে না।
এ নিয়ে অ্যাপলের ফোরামে একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যার বিষয়টি তাদের জানা আছে এবং শিগগিরই সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান দেওয়া হবে। এর মধ্যে ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে—
-
সেটিংস অ্যাপ পুনরায় চালু করা,
-
অ্যাপল ইন্টেলিজেন্স–সংক্রান্ত অ্যাপগুলো পুনরায় ইনস্টল করা,
-
প্রয়োজনে নতুন করে অ্যাপল আইডিতে সাইন ইন করা।
আঁচড় পড়ার অভিযোগ
অন্যদিকে, আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স নিয়ে নতুন অভিযোগ উঠেছে।
-
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফোনে সহজেই আঁচড় পড়ে যাচ্ছে।
-
তবে অ্যাপলের দাবি, এগুলো আসল আঁচড় নয়; বরং এটি ‘ম্যাটেরিয়াল ট্রান্সফার’।
-
জনপ্রিয় ইউটিউবার জেরিরিগএভরিথিং বলেছেন, প্রো মডেলের ক্যামেরা আইল্যান্ডের কোনাগুলোতে অ্যানোডাইজড কোটিং সমানভাবে না দেওয়ায় আঁচড়ের মতো দাগ দেখা যাচ্ছে।