
রাজ পরীমণি
স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স দেন বলে পরীমণি জানিয়েছেন। তবে রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরী ডিভোর্স দিয়েছেন, এমনটাই জানিয়েছেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।
বুধবার (২০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পরীমণির আইনজীবী আরও বলেন, রাজের নারী আসক্তি রয়েছে। এ ব্যপারে তাকে হাতে নাতে ধরাও হয়েছে কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর কর হয়ে যাবে ডিভোর্স বলে জানান তিনি।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার মত দেখতে ‘হুবুহু’ পাকিস্তানের নারী!
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়।