
আমেরিকায় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে সন্তানসহ মাস খানেক আগে অপু বিশ্বাসের সঙ্গে একত্রে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছিল। সে সময় ধারণা করা হয় তারা হয়, আবার এক হয়ে যাচ্ছেন শাকিব-অপু। তখন প্রশ্ন উঠেছিল যে, তাহলে স্ত্রী নায়িকা বুবলীর কি হবে? কিন্তু সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে এবার বুবলী ও শাকিবকে একসঙ্গে দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিবের সঙ্গে তোলা বেশকিছু ছবি পোস্ট করেন নায়িকা বুবলী। সেখানে ছেলে শেহজাদসহ তারা একত্রে ফ্রেম বন্দি হয়েছেন।
ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুলের প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা। হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’
শাকিবের স্ত্রী এই নায়িকা লেখেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’
এদিকে, বুবলীর পোস্টে অনেকেই তাদের ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন। আবার কাউকে দেখা গেছে যে তারা দ্বিধাদ্বন্দে আছেন। হাফিজ আবু রাইহান লেখেন, ‘হিসাব মিলাইতে পারিনা।’ শরীফুল ইসলাম লেখেন, ‘এই ছবিগুলো কী অপু দেখেছে...! তার রিপ্লাইয়ে আরেকজন লেখেন, ‘অপু এতো নরমাল মহিলা নয় তার হিংসা হবে। দুইজনে বৈধ স্ত্রী।’