ঢাকা,  রোববার
১৩ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আশা: অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির ইঙ্গিত বিএনপি মহাসচিবের

প্রকাশিত: ১৯:১৬, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৫, ৮ জুলাই ২০২৫

২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আশা: অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির ইঙ্গিত বিএনপি মহাসচিবের

ফখরুল ইসলাম

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে বৈঠকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমরা আশা করব, সেই সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার।"

‘নির্বাচন বিলম্ব হলে দেশ পিছিয়ে পড়বে’

বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততই পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, বিচার ব্যবস্থা ধ্বসে পড়বে, আইন-শৃঙ্খলা থাকবে না।" তিনি আরও বলেন, "দরকার একটি শক্তিশালী নির্বাচিত সরকার, যার পেছনে জনগণের সমর্থন থাকবে।"

নেতাকর্মীদের প্রতি আহ্বান: "মানুষের কাছে যান"

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, "আর নিজেদের মধ্যে ঝগড়া নয়। এখন সময় মানুষের কাছে যাওয়ার। মানুষকে বোঝাতে হবে—বিএনপি ছাড়া বিকল্প নেই। আমরা চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে।"

সরকারের সমালোচনা: ‘শেখ হাসিনা হঠাৎ করে আসেননি’

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "শেখ হাসিনা হঠাৎ করে আসেননি, বহু মানুষের সংগ্রাম, ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন প্রয়োজন এমন একটি রাষ্ট্র, যেখানে মানুষ কথা বলতে পারবে, নারীরা নিরাপদে চলতে পারবে, তরুণদের কর্মসংস্থান থাকবে এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।"

ইতিহাস প্রসঙ্গে বক্তব্য: ‘শেখ মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, "জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেখানে শেখ মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। চারটি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। জিয়া বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন।"

মির্জা আব্বাসের মন্তব্য: ‘হাসিনামুক্ত হয়েছি, ষড়যন্ত্রমুক্ত হইনি’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা আন্দোলন করে হাসিনামুক্ত হয়েছি, কিন্তু এখনও ষড়যন্ত্র মুক্ত হতে পারিনি। বিএনপিকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে।"

উপস্থিত নেতারা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, মাইজুর রহমান, ডা. শাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, সাদিয়া চৌধুরী মুন্না, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস।

বিএনপি মহাসচিবের বক্তব্যে স্পষ্ট, দলটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে, যার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন সম্ভব হবে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনই দেশকে সংকট থেকে মুক্তির একমাত্র পথ।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531