ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

লাল নয়, সবুজও নয়—সম্পর্কে মাঝামাঝি সংকেত ‘পিঙ্ক ফ্ল্যাগ’

প্রকাশিত: ১৬:৪১, ৮ মে ২০২৫

লাল নয়, সবুজও নয়—সম্পর্কে মাঝামাঝি সংকেত ‘পিঙ্ক ফ্ল্যাগ’

সম্পর্ক

দাম্পত্য বা রোমান্টিক সম্পর্কের সূচনালগ্নে কিছু বিষয় হয়তো খুব বড় মনে না হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বড় ধরনের সমস্যার জন্ম দিতে পারে। এমন সংকেতগুলোকে সম্পর্ক বিশেষজ্ঞরা ‘পিঙ্ক ফ্ল্যাগ’ বলে চিহ্নিত করেন—যেগুলো ঠিক রেড ফ্ল্যাগ নয়, আবার গ্রিন ফ্ল্যাগও নয়। কিন্তু যথাযথ মনোযোগ না পেলে এগুলোর পরিণতিও হতে পারে সম্পর্কভাঙা।

নিচে এমন ছয়টি সাধারণ পিঙ্ক ফ্ল্যাগ তুলে ধরা হলো, যা সময় থাকতে বুঝে নিলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয়:


১. ভিন্ন ‘লাভ ল্যাঙ্গুয়েজ’

প্রত্যেক মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা। কেউ শারীরিক সংযোগে ভালোবাসা বোঝান, কেউ কাজের মাধ্যমে, কেউবা সময় দিয়ে। সঙ্গীর ভালোবাসার ভাষা বোঝার চেষ্টা না করে যদি কেবল নিজের ভাষা চাপিয়ে দেওয়া হয়, তবে তা ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে পারে।

২. জীবনের লক্ষ্য বা চাওয়া-পাওয়ায় বড় পার্থক্য

একজন হয়তো পরিবার গড়তে চান, সন্তান নিতে চান, আরেকজন সেটার জন্য মোটেই প্রস্তুত নন। প্রথমদিকে এসব বিষয়কে গুরুত্ব না দিলেও, পরে তা হয়ে দাঁড়াতে পারে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণকারী দ্বন্দ্ব।

৩. ঝগড়া এড়িয়ে চলা

ঝগড়া না হওয়া সম্পর্কের মানে এই নয় যে সবকিছু ঠিকঠাক চলছে। বরং কেউ হয়তো নিজের মতামত প্রকাশ না করে চুপচাপ সয়ে নিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে জমতে থাকা অপূর্ণতা বা ক্ষোভ এক সময় বিস্ফোরণ ঘটাতে পারে।

৪. প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব

প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও, অধিকাংশ ক্ষেত্রে সঙ্গীর মনে অস্বস্তি জন্ম নেয়। বাহ্যিকভাবে না বললেও ভিতরে ভিতরে সেটা প্রভাব ফেলতে পারে বর্তমান সম্পর্কে।

৫. অর্থনৈতিক দর্শনে দ্বিমত

জীবনযাপনের ধরনে তফাত—যেমন কেউ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, আর কেউ তাৎক্ষণিক আনন্দে বাঁচতে চান—এগুলো শুরুতে ছোট মনে হলেও সময়ের সঙ্গে মতানৈক্য চরমে পৌঁছাতে পারে।

৬. নিজের মনের কথা না বলা

অনেকেই সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি সঠিকভাবে ভাগ করে নিতে পারেন না। তখন সম্পর্ক হয়ে ওঠে অনুমানের খেলা—কে কী ভাবছে, কে কী চায়, তা বোঝা দুষ্কর হয়ে পড়ে। ফলে ভুল বোঝাবুঝি বাড়ে।


কী করবেন?

  • নিজের মনের কথা শুনুন। আবেগে ভেসে অনেক সময় মনের ভেতর থেকে যে সতর্ক সংকেত আসে, তাকে উপেক্ষা করি। কিন্তু এই সংকেতগুলোই হতে পারে বাস্তবতার পথনির্দেশ।

  • সংলাপ চালিয়ে যান। পিঙ্ক ফ্ল্যাগ মানেই সম্পর্ক শেষ নয়। কিন্তু সেটিকে অগ্রাহ্য করলে তা রেড ফ্ল্যাগে রূপ নিতে পারে।

  • পরস্পরের প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা থাকলে সব সমস্যা সমাধানের পথ বের হয়। সম্পর্ককে যদি দুজনেই প্রাধান্য দেন, তবে সমাধানও সম্ভব।

স্মরণ রাখুন, নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই। কিন্তু সময় থাকতে ছোট ইঙ্গিতগুলোকে গুরুত্ব দিলে, সম্পর্ক হয়ে উঠতে পারে আরও গভীর, আরও স্থিতিশীল।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531