ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

অসাধারণ সুবিধা নিয়ে এলো ক্রোম ব্রাউজারের নতুন ফিচারে

প্রকাশিত: ০৮:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৩

অসাধারণ সুবিধা নিয়ে এলো ক্রোম ব্রাউজারের নতুন ফিচারে

ছবিঃ সংগৃহীত

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলেছে, এখন থেকে ক্রোম ব্রাউজারেই ভিডিও এর ফ্রেম কপি করা যাবে। এই ফিচারটির মাধ্যমে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্য নেয়া আরও সহজ হইয়ে গেল।
 
ক্রোমের সর্বশেষ ভার্সনে এই ফিচারটি আসবে বলে জানিয়েছে গুগল। যদিও উইন্ডোজ ১১–এ ক্রোমের ১১৬.০.৫৮৪৫.১৪১ ভার্সনে এই ফিচারটির এখনো দেখা মিলেনি। গুগল বলছে, এই ফিচারটি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্ব পাবে। ফিচারটির টাইটেল বা বাড়তি জিনিস যেমন, টাইটেল বার, প্লে ও পজ বাটন ইত্যাদি বাদে শুধু ভিডিও ফ্রেমের উন্নত–মানের স্ক্রিনশট নিতে সহায়তা করবে।
 
এই ফিচারটি ব্যবহার করার নিয়ম
১. ক্রোম ব্রাউজারে একটি ভিডিও চালু করুন।
২. ভিডিওটিকে থামান করুন
৩. এরপর মাউসের রাইট ক্লিক করুন
৪. পপ আপ অপশনে ‘কপি ভিডিও ফ্রেম’ নির্বাচন করুন।
 
 
এ ছাড়া ক্রোমে ‘ট্যাব গ্রুপ’ ফিচার রয়েছে। যার মাধ্যমে একই ধরনের ট্যাবকে এক গ্রুপে নেয়া যায়। এই ফিচারটি ট্যাবের ওপর রাইট ক্লিক করলে পাওয়া যাবে।  গুগল ক্রোমই একমাত্র ব্রাউজার নয় যেটি এই সপ্তাহে নতুন ফিচার এনেছে। ক্রোমের বিকল্প ব্রাউজার হলো ভিভালডি। এই ব্রাউজার ৬.২ ভার্সনে হালনাগাদ হওয়ার পর এটির গতি আরও বেড়েছে।
Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528