ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

এবার ৪৮ ঘণ্টার হরতালের ফাঁদে দেশ

প্রকাশিত: ১৭:০১, ১৬ নভেম্বর ২০২৩

এবার ৪৮ ঘণ্টার হরতালের ফাঁদে দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত তফসিলকেএকতরফাদাবি করে আগামী ১৯ ২০ নভেম্বর (রোববার সোমবার) সারাদেশে হরতালের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপি।

এদিকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের  এক দফা দাবিতে সারাদেশে বিএনপির টানা পঞ্চম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। দফার দুদিনের অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার সকাল ৬টায়।

 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528