ঢাকা,  শনিবার
১৮ অক্টোবর ২০২৫

Advertisement
Advertisement

ফিফার নতুন র‌্যাংকিং, খুশি হামজা-জামালরা

প্রকাশিত: ২২:১৯, ১৭ অক্টোবর ২০২৫

ফিফার নতুন র‌্যাংকিং, খুশি হামজা-জামালরা

হামজা জামাল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন পুরুষ ফুটবলের ্যাংকিং হালনাগাদে  বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা।

সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর ্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। মাস খানেক পর আজ প্রকাশিত হালনাগাদ ্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছেন হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে।

ঘরের মাঠে - গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে - গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে ্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে ্যাংকিংয়েও।

২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের ্যাংকিং বাড়বে।

এদিকে, বিশ্ব ্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯) ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।  

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531