ঢাকা,  শুক্রবার
০২ জুন ২০২৩

Advertisement

গেরুয়া বিকিনিতে দ্যুতি ছড়ালো সানিয়া

প্রকাশিত: ২৩:০৭, ১১ মার্চ ২০২৩

গেরুয়া বিকিনিতে দ্যুতি ছড়ালো সানিয়া

ফাইল ছবি

‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’ এ গেরুয়া পোশাক পড়ায় তুমুল আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। গানটিতে তাঁর গেরুয়া রঙের বিকিনি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার সেই গেরুয়া বিকিনিতে দেখা গেল আরেক বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। 

ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩ শুরু হয়েছে। এ আসর জমজমাট হয়ে উঠেছে তারকাদের দ্যুতিতে। দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন সানিয়া মালহোত্রা

তাঁর পরনে ছিল গেরুয়া রঙের স্লিট স্কার্ট, বিকিনি টপ আর সঙ্গে লং জ্যাকেট

অনেক ভক্তই ইনস্টাগ্রামে সানিয়ার শেয়ার করা ছবির নিচে মন্তব্য করেছেন, পোশাকটিতে দারুণ মানিয়েছে সানিয়াকে

Advertisement
Advertisement