
ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স
মাত্র আট বছর বয়সে নাচের মাধ্যমে নজর কাড়েন অবনীত কৌর। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স’–এ সেরা হতে না পারলেও দর্শকদের মন জয় করেছিলেন তাঁর নাচ ও অভিব্যক্তি। সেখান থেকেই শুরু হয় মুম্বাইয়ের বিনোদন জগতে তাঁর পথচলা।
শুরুর গল্প
পাঞ্জাবের জলন্ধরের মেয়ে অবনীত নাচ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন। এরপর একের পর এক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান দৃঢ় করতে থাকেন। ছোট পর্দার বাইরে বলিউডেও দেখা গেছে তাঁকে— ‘মর্দানি’ ও ‘করিব করিব সিঙ্গেল’ ছবিতে করেছিলেন ক্যামিও চরিত্র। আর ‘টিকু ওয়েডস শেরু’ তাঁকে আলোচনায় নিয়ে আসে।
বিরাট-বিতর্ক
গত ৩০ এপ্রিল অবনীতের একটি ফ্যান পেজে তাঁর কিছু ছবি পোস্ট হওয়ার পর হঠাৎই দেখা যায়, সেগুলোতে লাইক দিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। যদিও কিছুক্ষণ পর লাইকটি তুলে নেওয়া হয়, তবে ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। শুরু হয় নেট দুনিয়ায় মিম, সমালোচনা আর কটূক্তির ঝড়।
ট্রল নিয়ে প্রতিক্রিয়া
ট্রলের শিকার হয়ে অবনীত বলেন,
“যেখানে ভালোবাসা থাকে, সেখানে ঘৃণাও থাকবে। আমি সবসময় উজ্জ্বল দিকটা দেখি, যতটা পারি নেতিবাচকতা এড়িয়ে চলি। তবে মাঝেমধ্যে ভেঙে পড়ি। তখন মায়ের সঙ্গে কথা বলি। ভাগ্য ভালো, আমার মা আছেন, যার কাছে আমি মন খুলে বলতে পারি।”
নতুন সিনেমা: ‘লাভ ইন ভিয়েতনাম’
অবনীতের ক্যারিয়ারের নতুন অধ্যায় খুলছে আন্তর্জাতিক অঙ্গনে। ভারত-ভিয়েতনাম যৌথ প্রযোজনার রোমান্টিক মিউজিক্যাল ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’–এ তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন শান্তনু মহেশ্বরী। রাহাত শাহ কাজমি পরিচালিত ছবিটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল।
নিজের প্রথম আন্তর্জাতিক প্রকল্প নিয়ে অবনীত বলেন,
“কখনো ভাবিনি আমার অভিষেক হবে ভিয়েতনামে। এটা সত্যিই আনন্দের। ওখানকার বাজার বিশাল, শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল দারুণ। আশা করি, এই কাজ ভারতের সঙ্গে ভিয়েতনামের সাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় করবে।”