ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

Advertisement
Advertisement

পাঁচটি পদ্ধতি মেনে চললে ভেঙে পড়া সম্পর্ক সুন্দর হতে পারে

প্রকাশিত: ০৯:১০, ৬ ডিসেম্বর ২০২৩

পাঁচটি পদ্ধতি মেনে চললে ভেঙে পড়া সম্পর্ক সুন্দর হতে পারে

সম্পর্ক

প্রায় ভেঙে যাওয়া সম্পর্ককে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে  রয়েছে কয়েকটি উপায়। জটিলতা সম্পর্কেরই একটা অংশ। প্রতিনিয়ত যত্ন করে আপনাকে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে।

অনেক হয়েছে এবার বিদায় বলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু তাই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে দোষ কী। কয়েকটি পন্থা অবলম্বনে হতে পারে সব সমাধান।

. কোনো সন্দেহ নেই, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর ভর করে। যদি বিশ্বাসভঙ্গের জন্য আপনি দায়ী হোন, তাহলে দেরি না করে এই মুহূর্তে দায় স্বীকার করুন। ক্ষমা চান। নতুন করে আস্থা অর্জনের জন্য সম্ভাব্য যা যা করণীয়, সব করুন।

. ভুলেও আপনার ভুলের পক্ষে কোনো যুক্তি দেখাবেন না। বিশ্বাসভঙ্গ বা সঙ্গীকে আহত করার জন্য নিজে থেকেই লজ্জিত আর অনুতপ্ত হন, আর ভবিষ্যতে এই ভুল না করার জন্য নিজের কাছেই প্রতিজ্ঞা করেন, তবে অন্যপক্ষকেও ক্ষমা করতে হবে। ভুলে যেতে হবে।

. দুই পক্ষকেই সম্পর্ক নতুন করে টিকিয়ে রাখতে  আগের যেকোনো সময়ের চেয়ে বেশি যত্নশীল হতে হবে। মনে রাখবেন, সব সম্পর্ক শেষ মুহূর্ত পর্যন্তযত্নচায়, যত্নের ওপর ভর করে বেঁচে থাকে, টিকে যায়।

. সম্পর্কে সময় দিন। কোনো জায়গা থেকে ঘুরে আসুন। বিরতি নিন। দম নিয়ে নতুন করে শুরু করুন।

. অনেক সময় নিজের ভুলগুলো নিজে থেকে উপলব্ধি আসে না। অনুধাবন করা যায় না। সে ক্ষেত্রে পেশাদারের সাহায্য নিন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531