ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

ইসরায়েলে ইরানের হামলার পর এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটলো

প্রকাশিত: ১৯:০৯, ১৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:৫১, ১৫ এপ্রিল ২০২৪

ইসরায়েলে ইরানের হামলার পর এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটলো

ইরানের ড্রোন হামলা

  • দীর্ঘদিন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলে আসছে। কিন্তু এই প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
  • ইরান ছাড়াও ইরাক, সিরিয়া ইয়েমেন থেকেও তিনশোর বেশি ড্রোন, ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
  • তবে এর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত করার আগেই আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জর্ডান এতে সহায়তা করেছে।
  • শনিবার (১৩ এপ্রিল) রাতে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোর জানিয়েছে, তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
  • এদিকে লেবাননের হেজবুল্লাহ দাবি করেছে, গোলান হাইটসে ইসরায়েলি সামরিক ঘাটি লক্ষ্য করে তারাও রকেট হামলা করেছে।
  • তবে ইসরায়েল দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র ড্রোনের ৯৯ শতাংশই তারা মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে।
  • ইরানের এই হামলার সমুচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের একজন কর্মকর্তা।
  • ইসরায়েলি ডিফেন্স ফোর্সের রিয়ার অ্যাডমিরাল হাগরি জানিয়েছেন, হাতেগোনা কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করতে পেরেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর ১২ জন আহত হয়েছে।
  • তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় ইসরায়েলি নেভাতিম বিমান ঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
  • ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের হামলা এখনো শেষ হয়নি।
  • অন্যদিকে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল রাতের এই হামলার জবাব দেয়ার চেষ্টা করা হলে এর চেয়েও বড় হামলা চালানো হবে।
  • এদিকে রোববার এবিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকেকূটনৈতিক প্রত্যুত্তরদেয়ার জন্য জি সেভেন নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531