মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময়-সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিতে ১৭ এপ্রিল ২০২৪ (বুধবার) দুপুরে গুলশান ক্যাম্পাসে এ পরিদর্শনে আসেন তিনি।
এ সময় তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ও রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেনের সঙ্গে কথা বলেন।
পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ আতিকুল ইসলামের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।