Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
কীভাবে জানবেন ডার্ক ওয়েবে আপনি হ্যাকারের নজরদারিতে আছেন কি না?

ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

Advertisement
Advertisement

কীভাবে জানবেন ডার্ক ওয়েবে আপনি হ্যাকারের নজরদারিতে আছেন কি না?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১১, ২ সেপ্টেম্বর ২০২৩

কীভাবে জানবেন ডার্ক ওয়েবে আপনি হ্যাকারের নজরদারিতে আছেন কি না?

প্রযুক্তি দুনিয়ার খবর যারা রাখেন, তারা ডার্ক ওয়েবের কথা কমবেশি সবাই জানেন। ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যাপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।

হ্যাকারদের আনাগোনাই এখানে বেশি। যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য কেনা বেচা করে। তবে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলেও হ্যাকাররা আপনার তথ্য এখানে বিক্রি করতে পারে। আপনি কখন কোথায় কি দেখছেন আপনার মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস থেকে তা সবই তারা হ্যাক করে নিচ্ছে। এগুলো অসাধু কাজে ব্যবহার করা হচ্ছে পরবর্তিতে।

তবে কীভাবে জানবেন আপনার কোনো তথ্য ডার্ক ওয়েবে আছে কি না? কীভাবে জানবেন আপনি কোনো হ্যাকারের নজরদারিতে আছেন কি না। গুগল একটি বিশেষ ফিচার এনেছে ব্যবহারকারীদের জন্য। যার ফলে অনলাইনে আপনার সুরক্ষা আরও মজবুত হবে। কোনো ব্যবহারকারীর তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে তাহলে স্ক্যান করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে গুগল।
গুগল ওয়ান সাবস্ক্রাইবারদের অতিরিক্ত সুবিধা দেওয়া হলেও সব ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> স্ক্যান করার জন্য প্রথমে যেতে হবে onegoogle.com ওয়েবসাইটে
>> এখানে পাবেন একটি ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে অপশন
>> তারপর ট্রাই নাউ অপশনে ক্লিক করতে হবে।
>> এবার রান স্ক্রিন অপশনে ক্লিক করুন।
>> আপনার ব্যক্তিগত তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাঠাবে গুগল এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ তা জানিয়ে দেবে কোম্পানি। তবে এই সুবিধার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীদের। গুগল ওয়ান ব্যবহারকারীরা ১০টি মোবাইল নম্বর ইমেইলের ডেটা স্ক্যান করতে পারবেন। যেখানে নন-পেইড সাবস্ক্রাইবাররা ১টি ইমেলের ডেটা স্ক্যান করতে পারবেন।

সাবস্ক্রাইব করতে যা করবেন-
>> এজন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েবপেজে।
>> তারপর ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ট্যাপ করে সেট-আপ অপশনে ক্লিক করতে হবে।
>> পরবর্তী পেজে কী কী ডেটা আপনি মনিটর করতে চান যেমন নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি সিলেক্ট করতে হবে।
>> তারপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে।
>> এবার ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পাবেন আপনি।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531