এখনও জ্বর থেকে সেরে ওঠেননি লিটন কুমার দাস। সেজন্য এবারের এশিয়া কাপে খেলা হচ্ছে না এই স্টাইলিশ ব্যাটারের। লিটনের বদলে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ধীরে ধীরে লিটনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। গতকালও জ্বর ছিল তাঁর। তবে কিছুটা কমেছে।