ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

মুকেশ খান্নাকে হুঁশিয়ারি দিলেন সোনাক্ষী সিনহা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ১৭ ডিসেম্বর ২০২৪

মুকেশ খান্নাকে হুঁশিয়ারি দিলেন সোনাক্ষী সিনহা

এক রামায়ণ নিয়ে যত কাণ্ড। রামায়ণ সংক্রান্ত এক প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি সেই প্রসঙ্গ তুলে বাবা শত্রুঘ্ন সিনহাকে অপমান করেন মুকেশ খান্না। এতেই রেগে আগুন সোনাক্ষী। সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে বর্ষীয়ান অভিনেতাকে সতর্ক করেছেন তিনি।

২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো’তে গিয়েছিলেন সোনাক্ষী। এক প্রতযোগির তারকা সঙ্গী ছিলেন তিনি। সেখানেই প্রশ্ন করা হয়, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন? জবাবে প্রথমে সোনাক্ষী ও তার সহ-প্রতিযোগী বলেছিলেন সীতা। কিন্তু পরে লাইফলাইন ব্যবহার করে প্রশ্নের সঠিক উত্তর দিতে সমর্থ হন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ নিয়ে মুকেশ জানান, এর জন্য শত্রুঘ্ন সিনহা দায়ী। তিনি মেয়ে সোনাক্ষীকে রামায়ণ জ্ঞান দিতে পারেননি।

মুকেশের মন্তব্যের জবাবে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় মুকেশ খান্নাজি, আমি সম্প্রতি একটি বিবৃতিতে পড়লাম আপনি বলেছেন এটা আমার বাবার দোষ যে আমি বহু বছর আগে একটি শো করতে গিয়ে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি। প্রথমেই আপনাকে মনে করিয়ে দেই, সেদিন হট সিটে দুইজন মহিলাও বসেছিলেন যারা একই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেনি। আপনি শুধু আমার নাম নিয়ে কথা বলে গেছেন আর তার কারণ খুবই স্পষ্ট। হ্যাঁ, আমি হয়তো সেদিন প্রশ্নের উত্তর দিতে পারিনি। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান রামের দেওয়া ক্ষমা করা ও ভুলে যাওয়ার শিক্ষা মনে রাখেননি।’

নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী লেখেন, ‘পরেরবার যদি আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি অত্যন্ত সম্মানজনকভাবে। তাও আবার আপনি আমার লালন-পালন নিয়ে প্রশ্ন তোলার পরে। আপনার সুস্থতা কামনা করি।’ সূত্র: এবিপি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531