ঢাকা,  শুক্রবার
২৪ অক্টোবর ২০২৫

Advertisement
Advertisement

চলতি বছরই ইসরায়েল-সৌদি চুক্তি হবে: ট্রাম্প

প্রকাশিত: ২০:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

চলতি বছরই ইসরায়েল-সৌদি চুক্তি হবে: ট্রাম্প

ট্রাম্প ও সৌদি প্রিন্স

চলতি বছর দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ অক্টোবর প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। যা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি সৌদি-ইসরায়েল সম্পর্কের খুব কাছা কাছি। আমি মনে করি সৌদি নেতৃত্ব দেবে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই।

এছাড়া যে কোনো একদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন তিনি ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না। ট্রাম্প বলেন, এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো নেতা নেই। অন্তত দৃশ্যমান কোনো নেতা। তারা কেউ দৃশ্যমান হতে চায় না। কারণ দৃশ্যমান সব নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

মাহমুদ আব্বাস গাজার নেতৃত্ব দেবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

এছাড়া ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতিকে ইসরায়েল মুক্তি দিক এমনটি চান কি না সে ব্যাপারে ভাবছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি টাইম ম্যাগাজিনের প্রশ্নকর্তাকে বলেন, “আপনাকে সাক্ষাৎকার দেওয়ার ১৫ মিনিট আগেও আমার এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমি তার মুক্তির ব্যাপারে একটি সিদ্ধান্ত নেব।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531