ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

পরমাণু পরীক্ষার চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

প্রকাশিত: ১৩:৩০, ৩ নভেম্বর ২০২৩

পরমাণু পরীক্ষার চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

পুতিন

নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়ার সিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন। আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে এমন অভিযোগ এনে তারা এই চুক্তি থেকে সরে এসেছে। এর আগে গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল।

পুতিন দাবি করেন, রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো।

১৯৯৬ সালে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) গ্রহণ করা হয়েছিল। এতে বলা হয়, নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তিটির অনুমোদন করেনি। তবে রাশিয়া চুক্তি বাস্তবে মেনে চলেছে।

এছাড়া চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, মিশর, উত্তর কোরিয়া, ইরানও এই চুক্তি অনুমোদন করেনি। পুতিনের দাবি, কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন। কিন্তু তিনি এখনও কোনও মতামত দেননি বা সিদ্ধান্ত নেননি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না। অন্যদিকে ইউক্রেন দাবি করেছিল, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অচলাবস্থা দেখা দিয়েছে। সেই দাবি অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়নি। রাশিয়া তার সামরিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাদের সব লক্ষ্যই পূরণ হবে।

এদিকে রাশিয়ার ওপর আরও কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাইবেরিয়ায় রাশিয়ার এলএনজি প্রকল্পের ওপরে। এই প্রকল্প থেকে বিশ্বের বাজারে রাশিয়া গ্যাস সরবরাহের পরিকল্পনা করেছে বলে যুক্তরাষ্ট্রের দাবি।

এছাড়া ড্রোন তৈরি করে এমন একটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531