ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

১২ বছরের দণ্ড হলো সাবেক যে ক্রিকেটারের

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩

১২ বছরের দণ্ড হলো সাবেক যে ক্রিকেটারের

নেদারল্যান্ডসের চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দেয়ার অপরাধে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফের ১২ বছরের কারাদণ্ড হয়েছে। নেদারল্যান্ডসের একটি আদালত সোমবার (১১ সেপ্টেম্বর) তাকে এই সাজা দেন। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার ২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।
লতিফের অধিনায়কত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবং ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন এই লতিফ। ২০১৮ সালে সামাজিক যোগযাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওর কারণেই এমন সাজার মুখে পড়তে হয় তাকে। ওয়াইল্ডার্সকে কেউ হত্যা করলে তাকে লতিফ পুরস্কার দেবেন বলে ওই ভিডিওতে ঘোষণা দিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।
ওয়াইল্ডার্সের বিরুদ্ধে লতিফের এমন ক্ষুব্ধ হওয়ার কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়া থেকে। কেননা, ওয়াইল্ডার্স হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করাতে চেয়েছিলেন। পরে অবশ্য সে পরিকল্পনা থেকে সরে এসেছিলেন তিনি।
এদিকে ডাচ কর্তৃপক্ষ লতিফকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেলেও পাকিস্তান থেকে এর কোনো সারা পাওয়া যায়নি।
ডাচ বিচারক ভারবেক বলেন, লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের ওপর আক্রমণ নয়,এটি নেদারল্যান্ডে বাকস্বাধীনতার ধারণার উপরও আক্রমণ বটে।
Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531