ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

হ্যাকার থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ১ সেপ্টেম্বর ২০২৩

হ্যাকার থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট উভয়ের জন্য একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। প্রত্যেকেই ব্যক্তিগত ছবি, ভিডিও, ফাইল বিনিময় করছে। এছাড়া অডিও ও ভিডিও কল করছেন। সেই কারণেই হোয়াটসঅ্যাপ ক্রমাগত আপডেট করছে মেটা।

এবার হ্যাকারদের প্রতারণার হাত থেকে বাঁচাতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করছে হ্যাকাররা। এই আইপি ঠিকানা রক্ষা করার জন্য নতুন বৈশিষ্ট্যগুলি কাজ করা হচ্ছে। এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবটাইফোরের রিপোর্ট অনুযায়ী, এই প্রাইভেসি ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে। বর্তমানে কাজ চলছে। কবে নাগাদ এই বৈশিষ্ট্যটি সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে তা এখনও ঘোষণা করেনি মেটা। তবে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ২.২৩.১৮.১৫ ভার্সান আপডেট করে এই ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাপের ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত হবে সেটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে।

বেশিরভাগ সময়, হ্যাকাররা হোয়াটসঅ্যাপে তাদের আইপি ঠিকানা ট্র্যাক করে ব্যবহারকারীদের প্রতারণা করে। নতুন গোপনীয়তা বৈশিষ্ট্যের সাহায্যে, ফোনটি আসার পরে হোয়াটসঅ্যাপ হ্যাকারদের এই আইপি ঠিকানাটি ট্র্যাক করা থেকে আটকাতে পারে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531