সব কথা সব সময় বলা ঠিক না। এমন কিছু কথা আছে, যা অফিসে বলা মোটেই ঠিক না। ব্যক্তি জীবন ও কর্মজীবন দুটোই আলাদা। কর্মক্ষেত্রে আপনাকে পেশাদারি বজায় রেখে কথা বলতে হবে।
নিজের কথায় বিনয় ও ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে হবে।
চলুন জেনে নেয়া যাক কিছু কথা, যেগুলো কর্মক্ষেত্রে আমাদের এড়িয়ে চলা জরুরি।
যে বিষয়টি নিয়ে আপনি অনিশ্চিত। সেটি অফিসে প্রকাশ না করাই ভালো। এতে আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
সত্যি বলছি এই ধরণের কথাটা ভুলেও অফিসে বলা যাবে না। কারণ এর মানে দাঁড়ায়, আপনি প্রায়ই মিথ্যা বলেন।
খুব সুন্দর, খুব ভালো এসব কথা অফিসে একটু এড়িয়ে যেতে হবে। ভালো বা সৌন্দর্য প্রকাশ করার মতো অনেক কথাই আছে, যা এর পরিবর্তে বলা যায়।
পরে জানাচ্ছি, অনেক সময় মেইলের উত্তরে আমরা 'পরে জানাচ্ছি' কথাটি বলি। এই কথাটির নেতিবাচক প্রভাব পড়ে অন্যের ওপর। আপনি যদি একান্তই ব্যস্ত থাকেন, তাহলে তাকে বিষয়টি সুন্দর করে বুঝিয়ে বলুন ও অপেক্ষা করার জন্য অনুরোধ করুন।
সত্যি? এই কথার মানে আপনি কথাটি বিশ্বাস করছেন না। আবার এমন হতে পারে যে আপনি বিষয়টি আগে চিন্তা করেননি। অথচ মুখ ফসকে বলে ফেলেছেন 'সত্যি?'। তাই ভুল বোঝাবুঝি এড়াতে শব্দটিকে এড়িয়ে চলুন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া