
হানিফ
বাংলাদেশের পরিবহন খাতে সুপরিচিত নাম হানিফ এন্টারপ্রাইজ-এর কর্ণধার মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১০ মে) দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “স্যার এখনও বিমানবন্দরে আছেন। আমরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছি।”
হানিফ এন্টারপ্রাইজ সূত্র জানায়, হানিফকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসে জড়ো হন কোম্পানির শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী। প্রতিষ্ঠানটির ৩৫টি বাসে করে তারা উপস্থিত হন।
প্রবাসজীবনের কারণ ও সক্রিয়তা
২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে মো. হানিফ স্থায়ীভাবে দেশের বাইরে, মূলত লন্ডনে বসবাস শুরু করেন। যদিও দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তবুও হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন বলে জানায় প্রতিষ্ঠানটির একাধিক সূত্র।
পরিবহন খাতে হানিফের ভূমিকা
হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের পরিবহন খাতের অন্যতম পুরোধা প্রতিষ্ঠান। আন্তঃজেলা ও শহরভিত্তিক যাত্রী পরিবহনে প্রতিষ্ঠানটির আধিপত্য রয়েছে। দীর্ঘদিন ধরেই মো. হানিফ এই খাতের নেতৃত্ব দিয়ে আসছেন, এবং তার প্রবাসজীবনেও প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রধান পরিবহন ব্র্যান্ড হিসেবে টিকে থেকেছে।
তার দেশে ফেরাকে কেন্দ্র করে হানিফ এন্টারপ্রাইজে নতুন গতিশীলতা ও নেতৃত্বের পুনর্গঠন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।