ঢাকা,  সোমবার
১২ মে ২০২৫

Advertisement
Advertisement

বৃষ্টিতে মোবাইল ভিজলে যা যা করবেন

প্রকাশিত: ০২:১০, ২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০২:১৩, ২ সেপ্টেম্বর ২০২৩

বৃষ্টিতে মোবাইল ভিজলে যা যা করবেন

হঠাৎ আকাশ কালো করে ঝুম বৃষ্টিতে মোবাইল ভিজে যেতেই পারে, হাতের মোবাইল ফোনটি ভিজে গেলে। আর সেটির যদি ভেতরে যদি পানি আটকানোর ব্যবস্থা না থাকে, তবে নষ্ট হয়ে যেতে পারে।

 

তাই বৃষ্টিতে ফোন ভিজে গেলে সাথে সাথেই কয়েকটি কাজ করতে হবে।
তাহলে এটি খারাপ হওয়ার আশঙ্কা মোটেই থাকবে না। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী।
প্রথমত বৃষ্টিতে ভিজে গেলে সাথে সাথেই মোবাইলটি সুইচ অফ করুন। তাতে প্রাথমিকভাবে বিপদ কিছুটা কমানো যেতে পারে।

 

দ্বিতীয় বাড়ি ফেরার আগে বা কোনো নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করা যাবে না।

 

তৃতীয়ত নিরাপদ জায়গায় পৌঁছিয়ে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলতে হবে। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে সেটিও করে ফেলতে পারেন।

 

চার শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভালো করে মুছে নিন।

 

পঞ্চম ফোনটিকে এবার নিরাপদ জায়গায় রেখে শুকানোর ব্যবস্থা করুন। ভেতরে পানি ঢুকে থাকলে তা শুকিয়ে যাবে। ভেজা ফোনটি সম্ভব হলে চালের পাত্রে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাতে পানি টেনে নিবে।
 
ষষ্ঠ নম্বরে যা করবেন, ১০-১৫ মিনিটে সব পানি শুকিয়ে গেলেও। সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

 

সপ্তম নম্বরে কাজ হলো ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভেতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে। এর পরেও সমস্যা হলে সার্ভিস সেন্টারের কাউকে দেখাতে হবে।

মনে রাখবেন যে, ফোনে পানি ঢুকলে তা সার্কিটের ক্ষতি করতে পারে। ফোনে এমন কাভার ব্যবহার করুন, যা পানি আটকাবে। সম্ভব হলে রাস্তায় থাকার সময় ফোনটিকে ব্যাগে ভরে রাখুন। এতে করে যন্ত্রটি নিরাপদ থাকবে।
 
সূত্র : দ্য ইকোনমিক টাইম
Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531