
ড্রোন
কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পাঠানো ৭৭টি ইসরায়েলি হারপ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ শুক্রবার জানিয়েছেন, বেসামরিক নাগরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে পাঠানো ড্রোনগুলো গত বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এলাকায় ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে ৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৭ জন আহত হন। হাজিরা, ফরোয়ার্ড কাহুটা ও খুরাত্তা এলাকায় ভারতের গোলাবর্ষণে বসতবাড়ি ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
▶️ পাল্টা প্রতিক্রিয়া
সীমান্তে ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তানের সীমান্ত রক্ষীরা পাল্টা গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, “এলওসিতে যেকোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও শক্তিশালী হবে।”
? পটভূমি: কাশ্মীর হামলা থেকে শুরু
বিভিন্ন সূত্র জানায়, এই উত্তেজনার সূত্রপাত গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায়। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে।
এর জের ধরে ৭ মে দিবাগত রাতে ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলা করেছে। তবে ইসলামাবাদ জানায়, ওই হামলায় ৩১ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন এবং একটি মসজিদ ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
✈️ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলার প্রতিক্রিয়ায় তারা পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, পাকিস্তান অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
?️ ইসরায়েলি ড্রোন ‘হারপ’ কী?
টাইমস অব ইসরায়েল জানায়, হারপ হলো ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি ‘লোইটারিং মিউনিশন’। ড্রোনগুলো লক্ষ্য শনাক্ত করে উড়ে বেড়ায় এবং নির্দেশ পেলে টার্গেটে আঘাত হেনে নিজেকেও ধ্বংস করে দেয়।