ঢাকা,  মঙ্গলবার
০১ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

ট্রাম্পের জয়ের খবরে রেকর্ড উচ্চতায় বিটকয়েনের বিনিময় হার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২১, ৮ নভেম্বর ২০২৪

ট্রাম্পের জয়ের খবরে রেকর্ড উচ্চতায় বিটকয়েনের বিনিময় হার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরে রেকর্ড উচ্চতায় উঠেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বিনিময় হার। ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বিশ্বের ডিজিটাল মুদ্রাটির বিনিময় হার রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রথমবারের মতো বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়েছে। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে ট্রাম্পের প্রতিশ্রুতি। রিপাবলিকান প্রার্থী আগেই বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ক্রিপ্টো খাতকে সমর্থন করবেন।

গত মাসে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসও ক্রিপ্টো খাত নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন। কমলা জানান, তিনি নির্বাচিত হলে এমন এক ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করবেন, যা ক্রিপ্টো মালিকদের নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট জটিলতা থেকে সুরক্ষা দেবে। যদিও খাতটির শুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা ট্রাম্পের পক্ষেই সমর্থন ব্যক্ত করেন।

এক সময় বিটকয়েনকে ‘ডলারের বিপরীতে স্ক্যাম’ বলে আখ্যা দেওয়া ট্রাম্প এবারের নির্বাচনে নিজেকে ক্রিপ্টোপন্থী প্রার্থী হিসেবে প্রচার করেন। গত জুলাইয়ে ন্যাশভিল শহরে আয়োজিত ‘বিটকয়েন ২০২৪’ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিটকয়েনের কোষাগার গড়ে তুলবেন, যেখানে অপরাধীদের কাছ থেকে সরকারের বাজেয়াপ্ত করা অর্থ জমা পড়বে।

বিশ্লেষকরা বলছেন, বুধবার বিটকয়েনের বিনিময় হার বেড়ে যাওয়ার পেছনে কাজ করেছে রিপাবলিকান দলের সিনেট নিয়ন্ত্রণের সম্ভাবনার বিষয়টি।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কয়েনকর্নারের প্রধান নির্বাহী ড্যানি স্কট বলেন, বিটকয়েন কোষাগার তৈরির পরিকল্পনা বাস্তবায়নের খুব কাছাকাছি। বিটকয়েনের এই সাফল্যের পেছনে একাধিক বিষয় কাজ করলেও বিনিময় হারে সাম্প্রতিক উত্থান ঘটেছে ট্রাম্পের নিজেকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করার বিষয়টি।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531